প্রোগ্রামিং শেখার জন্য ৫ টি বেস্ট ফ্রি ওয়েবসাইট

আমাদের মধ্যে অনেকেরই প্রোগ্রামিং শেখা এবং প্রোগ্রামিং-এ নিজের ক্যারিয়ার তৈরি করার ইচ্ছা আছে, তবে অনেকসময় সঠিক গাইডলাইনের অভাবে তা অনেকটা কষ্টকর হয়ে যায়। আমরা সবাই কম-বেশি জানি যে, কলেজ ডিগ্রি কিংবা ভার্সিটি ডিগ্রির জন্য আপনাকে যতটুকু প্রোগ্রামিং শেখানো হয়, তা রিয়াল ওয়ার্ল্ডের জন্য বা ক্যারিয়ার তৈরির জন্য কখনোই যথেষ্ট নয়। এছাড়া প্রোগ্রামিং শিখতে হলে আপনাকে ভার্সিটিতে কম্পিউটার সায়েন্স নিয়েই পড়তে হবে এমন কোন কথা নেই। আপনি হয়তো শুনে থাকবেন, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ইন্ডাসট্রির একটি বড় অংশই হচ্ছে Self-Taught প্রগ্রামাররা, যারা কখনোই কোন কলেজে বা ভার্সিটিতে কোডিং শেখেন নি।

তারা সবাই শুরুতে কোন না কোন ওয়েবসাইট থেকে কিংবা কোন ইউটিউব টিউটোরিয়াল দেখে প্রোগ্রামিং এর বেসিক জ্ঞান নিয়েছেন এবং এরপর নিজেরাই তাদের জ্ঞানের পরিধিকে আরও বাড়িয়েছেন। যাইহোক, আজকে এমন কয়েকয়টি ফ্রি ওয়েবসাইট নিয়ে আলোচনা করতে চলেছি, যেগুলো ফলো করলে প্রোগ্রামিং এর বেসিক জ্ঞান লাভ করতে পারবেন। তবে, এসব ওয়েবসাইট কখনোই আপনাকে একজোন দক্ষ প্রোগ্রামার বানাতে পারবে না। এগুলো ব্যাবহার করে আপনি শুধুমাত্র প্রোগ্রামিং এর বেসিক এবং হয়তো ইন্টারমেডিয়েট জিনিসগুলো জানতে পারবেন। তবে প্রোগ্রামিং এর হাতেখড়ির জন্য এই ওয়েবসাইটগুলোই সবথেকে উপযোগী।

এই আর্টিকেলের বিষয়বস্তু সমূহ

FreeCodeCamp

প্রোগ্রামিং শেখার জন্য আমার মতে এটাই সবথেকে ভালো ফ্রি প্লাটফর্ম। এটি প্রোগ্রামিং শেখার সবথেকে বড় নন-প্রোফিট অর্গানাইজেশন। এখানে আপনি প্রায় সব ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বিগিনার কোর্স পাবেন এবং প্রত্যেকটি কোর্সের প্রত্যেকটি লেসনই খুব ডিটেইলড এবং বিগিনার-ফ্রেন্ডলি। আপনার যদি পূর্বে কখনো কোন প্রোগ্রামিং নলেজ নাও থেকে থাকে, আপনি জাস্ট কম্পিউটার এবং ইন্টারনেট ইউজার হলেই খুব সহজেই এখানকার সকল কোর্স পড়তে পারবেন এবং বুঝতে পারবেন। তবে, এক্ষেত্রে আপনাকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ভালো জানতে হবে। একেবারে ন্যাটিভ হতে হবে তা নয়, তবে ইংলিশ ইউটিউব ভিডিও কিংবা ইংলিশ মুভি দেখে বুঝতে পারেন, এমন হলেই চলবে।

এছাড়া আপনি যদি লেখা আর্টিকেল পড়ে কোডিং শিখতে না চান, সেক্ষেত্রে আপনি FreeCodeCamp এর ইউটিউব চ্যানেলটিকেও ফলো করতে পারেন। তাদের ইউটিউব চ্যানেলে প্রায় সব ধরনের জনপ্রিয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং প্রত্যেকটি ল্যাঙ্গুয়েজের জনপ্রিয় সব ফ্রেমওয়ার্কের বিগিনার-ফ্রেন্ডলি ভিডিও টিউটোরিয়াল পাবেন আপনি। FreeCodeCamp এর ইউটিউব চ্যানেলে আপনি শুধুমাত্র ডেড-বেসিকই নয়, বরং ইন্টারমেডিয়েট থেকে অনেক ক্ষেত্রে অনেক টেকনোলজির অ্যাডভান্সড নলেজও পাবেন। আর নন-প্রোফিট অর্গানাইজেশন হওয়ায় তাদের সকল ভিডিও সম্পুর্ন অ্যাড-ফ্রি।

তাই যদি প্রোগ্রামিং এর হাতেখড়ি নিতে চান, আমি সবার আগে সাজেস্ট করবো FreeCodeCamp দিয়েই শুরু করুন। কারিকুলামের কথা যদি জানতে চান, তাহলে এখানে আপনি বেসিক পাইথন, জাভাস্ক্রিপ্ট, সি, সি++, সি শার্প থেকে শুরু করে অ্যাডভান্সড ফ্রন্ট-এন্ড ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইন, ব্যাকএন্ড ডেভেলপমেন্ট, ডাটা স্ট্রাকচার, অ্যালগরিদম, ডাটা ভিজুয়ালাইজেশন, ম্যাশিন লার্নিং সবকিছুর জন্যই আলাদা আলাদা বিস্তারিত বিগিনার-ফ্রেন্ডলি কোর্স পাবেন।

CodeAcademy

প্রোগ্রামিং শেখার জন্য CodeAcademy ও বেশ জনপ্রিয়। এটিও FreeCodeCamp এর মতোই একটি ফ্রি ওয়েবসাইট, যেখানে আপনি প্রায় সব ধরনের ল্যাংগুয়েজের বিগিনার ফ্রেন্ডলি কোর্স পাবেন। CodeAcademy এর কোর্সগুলো FreeCodeCamp এর তুলনায় একটু বেশি ইন্টার‍্যাক্টিভ বলতে পারেন। কারণ, এখানে আপনাকে কোনো নির্দিষ্ট আর্টিকেল পড়ে কোডিং শিখতে হবে না।

বরং এখানে আপনাকে নিজে নিজে কোড লিখতে হবে। আপনাকে প্রত্যেকটি লেসনে একটি ক্যানভাসের লেফ্‌ট সাইডে আপনার লেসন ডিটেলস এবং কোড ইন্সট্রাকশনস দেওয়া হবে এবং ক্যানভাসের ডান সাইডে আপনাকে ইন্সট্রাকশন অনু্যায়ী কোড লিখতে হবে এবং কোডটি রান করে টেস্ট করতে হবে যে আপনি সঠিকভাবে লিখতে পেরেছেন কি না।

কোনো জায়গায় স্টাক হয়ে গেলে আপনি কোডের প্রত্যেকটি স্টেপের জন্য হিন্টস এবং সল্যুশনও পাবেন। যেহেতু এখানে আপনাকে নিজে নিজে কোড লিখে কোড শিখতে হচ্ছে, তাই আমার মতে বিগিনারদের জন্য এটা FreeCodeCamp এর থেকে আরেকটু বেটার। তবে এখানেও কোর্স করার জন্য আপনাকে মোটামুটি ভালো ইংলিশ জানতে হবে।

তবে CodeAcademy তে ফ্রি তে আপনি জাস্ট কয়েকটা ল্যাংগুয়েজের ডেড-বেসিক জিনিসগুলো প্র‍্যাকটিস করতে পারবেন যদি ইন্টারমেডিয়েট বা অ্যাডভান্সড টপিকে যেতে চান এবং তাদের সকল লেসনের অ্যাক্সেস পেতে চান, সেক্ষেত্রে আপনাকে তাদের CodeAcademy Pro প্ল্যান নিতে হবে যা একটি মান্থলি পেইড সাবস্ক্রিপশন।

Coursera

কোডিং শেখার ক্ষেত্রে Coursera বেশ জনপ্রিয় এবং পরিচিত একটি নাম। তবে Coursera এর একটি স্পেশালিটি হচ্ছে, এখানে কোডিং রিলেটেড সকল প্রোজেক্টস, টিউটোরিয়ালস এবং সব ধরনের ফ্রি রিসোর্স শেয়ার করা হয় সরাসরি পৃথিবীর টপ ইউনিভার্সিটির প্রোফেসরদের দ্বারা। এখানে আপনি বিভিন্ন প্রোগ্রামিং ল্যাংগুয়েজের প্রায় কয়েকশোর বেশি ফ্রি ভিডিও ট্রেইনিং এবং বিগিনার টিউটরিয়াল পাবেন যা প্রোগ্রামিং এর হাতেখড়ির জন্য যেকোনো বিগিনারের জন্য যথেষ্ট।

Coursera তে এভেইলেবল থাকা প্রত্যেকটি কোর্সের জন্যই তারা পৃথিবীর লিডিং ইউনিভার্সিটিগুলোর সাথে পার্টনারশিপ করেছে। তাই Coursera তে প্রোগ্রামিং শেখার সময় আপনি নিশ্চিন্তে ধরে নিতে পারবেন যে, আপনি পৃথিবীর বেস্ট অথবা ওয়ান অফ দ্যা বেস্ট টিচারদের কাছ থেকেই শিখছেন। এখানে আপনি সি, সি++, জাভা, জাভাস্ক্রিপ্ট ইত্যাদি প্রায় সব জনপ্রিয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজই শিখতে পারবেন। Coursera এর সকল প্রোগ্রামিং কোর্সই ফ্রি। তবে আপনি যদি আপনার কমপ্লিট করা কোর্সের জন্য Coursera থেকে একটি সার্টিফিকেট নিতে চান, তাহলে এর জন্য আপনাকে কিছু পেমেন্ট করতে হবে।

Khan Academy

এটাই সম্ভবত এই লিস্টের সবথেকে জনপ্রিয় ওয়েবসাইট। Khan Academy এর নাম শোনেনি বা কখনো ভিজিট করেনি এমন টেক-স্যাভি ইন্টারনেট ইউজার খুব কমই আছেন। Khan Academy সম্ভবত ইন্টারনেটের সবথেকে বড় লার্নিং প্লাটফর্ম। কম্পিউটার সায়েন্স স্টুডেন্টদের জন্য অনলাইনে এটার থেকে বড় এবং এটার থেকে বেশি ইউজফুল লার্নিং ওয়েবসাইট সম্ভবত আর একটাও নেই। কোডিং রিলেটেড প্রায় সব ধরনের নলেজ এবং স্কিল ডেভেলপ করার জন্য Khan Academy অত্যন্ত উপযোগী একটি লার্নিং প্লাটফর্ম।

কম্পিউটার প্রোগ্রামিং এবং অ্যালগরিদমের বেসিক নলেজ থেকে শুরু করে অ্যাডভান্সড অ্যাপ্লিকেশন বিল্ডিং পর্যন্ত প্রায় সব ধরনের লার্নিং রিসোর্স আছে এখানে।Khan Academy এর সকল কোর্সও প্রোফেশনালরাই ট্রেইন করে থাকেন। আমি যতদুর জানি, Khan Academy সবথেকে উপযোগী হবে আপনার জন্য, যদি আপনি কম্পিউটার সায়েন্সের একদম বেসিক বা কোর নলেজ পেতে চান এবং HTML, CSS, JavaScript বা এককথায় বলতে গেলে মডার্ন ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চান।

YouTube

হ্যা, আমার মতে প্রোগ্রামিং শেখার জন্য বেস্ট প্লাটফর্ম এটাই। এর থেকে বেটার ফ্রি প্লাটফর্ম আপনি আর কোথাও পাবেন না। প্রথমেই FreeCodeCamp এর নন-প্রোফিট ইউটিউব চ্যানেলের কথা বলেছিলাম যেখানে ফ্রি-তেই আপনি প্রায় কয়েক হাজার হাই কোয়ালিটি প্রোগ্রামিং টিউটোরিয়াল পাবেন। আমার মনে হয় ইউটিউবে FreeCodeCamp চ্যানেলটি ফলো করলে আপনার এই লিস্টের আর কোন ওয়েবসাইটই ভিজিট করার দরকার পড়বে না। ইউটিউব এই লিস্টের একমাত্র প্লাটফর্ম যেখানে আপনি টার্গেটেড লার্নিং এর সুবিধা পাবেন। অর্থাৎ, আপনি যেটা শিখতে চাইবেন, শুধুমাত্র সেটাকে টার্গেট করেই টিউটোরিয়াল দেখতে পারবেন এবং আপনার লক্ষ্য অনুযায়ী এগোতে পারবেন।

Images: Shutterstock.com

About the author

সিয়াম

Add comment

Categories