এরকম আগে আমার সাথে খুব হতো, কিছু রিসার্চ করার জন্য ক্রোমে অনেক গুলো ট্যাব ওপেন করে রাখতাম, তারপরে ভুল করে কাজের ট্যাব কেটে দিতাম। ধরুন, আপনি কোন ওয়েবসাইটে বিশাল এক ফর্ম পূরণ করছিলেন, আর হঠাৎ করে ফর্ম সাবমিট করার আগেই ট্যাব কেটে কেল্লা ফতেহ করলেন, (হ্যাঁ অনেক ওয়েবসাইট ট্যাব কেটে দিতে লাগলে ওয়ার্নিং দেয়) তো চিন্তা করে দেখুন কতো বাজে সমস্যার তৈরি হতে পারে!
আপনি ক্রোমে ট্যাব পিন করে মন ভুলে ট্যাব ক্লোজ করা থেকে বিরত থাকতে পারেন। এই ফিচারটি সামনেই থাকে, কিন্তু অনেকেই ইউজ করে না বা ট্রায় করা থেকে বিরত থাকে। জাস্ট যে ট্যাবটি অনেক গুরুত্বপূর্ণ, এই ট্যাবের উপরে রাইট ক্লিক করুন আর Pin tab অপশনটি ক্লিক করুন। ব্যাস, ট্যাবটির ক্লোজ বাটনটি হারিয়ে যাবে, যতক্ষণ আবার একইভাবে Unpin tab অপশনে ক্লিক না করবেন, ট্যাবটি ক্লোজ করতে পারবেন না!
এখন মনে করুন, আপনি ভুল করে ট্যাব কেটেই দিয়েছেন, সেক্ষেত্রে গুগল ক্রোমে রিসেন্ট কেটে দেওয়া ট্যাব গুলো সহজেই রিস্টোর করা যায়। কেটে দেওয়া আবার ওপেন করতে জাস্ট কীবোর্ড থেকে Ctrl + Shift + t বাটন প্রেস করুন! ব্যাস, আপনার লাইফ সেভ হয়ে যাবে!
তো ব্যাস এতোটুকুই ছিল আজকের কুইক টেক পর্বে, এই ছোট্ট টিপসটি অনেক সময় অনেকের অনেক বড় বড় প্যারা বাঁচিয়ে দিতে পারে। অনেকেই আগে থেকেই জানতেন নিশ্চয়, কিন্তু যারা জানতেন না তাদের ও জানা হয়ে গেলো আজকে! আর হ্যাঁ, বন্ধুদের সাথে শেয়ার করায় হচ্ছে এই পর্বের পোস্ট পড়ার এক মাত্র শর্ত!
WiREBD এখন ইউটিউবে, নিয়মিত টেক/বিজ্ঞান/লাইফ স্টাইল বিষয়ক ভিডিও গুলো পেতে WiREBD ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুণ! জাস্ট, youtube.com/wirebd — এই লিংকে চলে যান এবং সাবস্ক্রাইব বাটনটি হিট করুণ!
Feature Image: Shutterstock