হুয়াওয়ে আর ইউএস এর রিসেন্ট ঝামেলার ফলে হুয়াওয়েকে অনেক প্যারা সামলাতে হচ্ছে। ইউএস থেকে হুয়াওয়েকে ব্ল্যাকলিস্টেড করা হয়েছে, ফলে অ্যামেরিকান কোম্পানি গুলো যেমন- গুগল, ইনটেল কোয়ালকম, আর্ম — ইত্যাদি আরো কোম্পানি হুয়াওয়ের সাথে কাজ করতে পারবে না।
যদিও বর্তমান ফোন গুলোতে অ্যান্ড্রয়েড সাপোর্ট থাকবে, কিন্তু সেটা মাত্র ৩ মাস পর্যন্ত। ৩ মাসের পরে হুয়াওয়ের কি হবে, সে ব্যাপার অনেকটায় ধোয়াটে! তবে হুয়াওয়ে জানিয়েছে তারা নিজস্ব অপারেটিং সিস্টেম হোংমেং ওএস নিয়ে কাজ করছে। এখন প্রশ্ন হচ্ছে, হুয়াওয়ের মেট ৩০-সিরিজের কি হবে?
তবে জানা যাচ্ছে, তারা কোন ভাবে মেট ৩০কে ২২ সেপ্টেম্বর বা আসেপাসের কোন এক সময়ের মধ্যে রিলিজ করছে। টিউটারে এক টিপ্সার “Teme” এই নিউজটি লিক করেন। তার অনুসারে আপকামিং এই মেট ৩০ ফোনটিতে হুয়াওয়ের আন-রিলিজড হোংমেং ওএস এর দেখা মিলবে!
Huawei's next flagship Mate 30 series will be released on 22 September or close that with new Kirin 985 and HongMeng OS (in China). Globally this is open which OS these are coming.#Huawei #HuaweiMate30 pic.twitter.com/Fq3FtQLTHB
— Teme (特米)😷 (@RODENT950) June 2, 2019
রিপোর্ট অনুসারে, অ্যান্ড্রয়েড প্রতিদন্ধি এই নতুন অপারেটিং সিস্টেমটি সামনের মাসে চায়নাতে রিলিজ হতে পারে। গ্লোবালভাবে কোম্পানিটি ArkOS রিলিজ করবে, যেটাকে সম্প্রতি কোম্পানিটি নিজের নামে রেজিস্টার্ড করেছে।
কিরিন ৯৮৫ চিপসেটটি অপরদিকে সেকেন্ড জেনারেশন ৭ ন্যানোমিটার সাইজের প্রসেসর, সেটা অত্যন্ত ফাস্ট ও ব্যাটারি সাশ্রয়ী হবে। সাথে Extreme Ultraviolet Lithography ফিচারটি থাকবে প্রসেসরটিতে। আর হ্যাঁ, প্রসেসরটি ৫জি রেডি হবে, এতে হুয়াওয়ের Balong 5000 মডেম লাগানো থাকবে!
WiREBD এখন ইউটিউবে, নিয়মিত টেক/বিজ্ঞান/লাইফ স্টাইল বিষয়ক ভিডিও গুলো পেতে WiREBD ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুণ! জাস্ট, youtube.com/wirebd — এই লিংকে চলে যান এবং সাবস্ক্রাইব বাটনটি হিট করুণ!
Image: Shutterstock/ Mate 20