সিলিকন মোসান নামক এক কোম্পানি যারা সলিড স্টোরেজ ড্রাইভের জন্য ন্যান্ড ফ্ল্যাশ কন্ট্রোলার ইন্টিগ্রেটেড সার্কিট তৈরি করে থাকে — এরা সর্ব প্রথম পোর্টেবল ইউএসবি এসএসডির জন্য সিঙ্গেল চিপ কন্ট্রোলার তৈরি করেছে। SM3282 চিপটি রীড ও রাইট স্পিডের ক্ষেত্রে সর্বচ্চ 400MB/s স্পিড প্রদান করতে সক্ষম। — এই পোর্টেবল ইউএসবি এসএসডি স্টিক দামের ক্ষেত্রেও সস্তা হবে, যেটা এক্সটারনাল এসএসডি গুলো নয়!
সিলিকন মোসানের SM3282 চিপটির মধ্যে USB 3.0, এর এসএসডি কন্ট্রোলার হিসেবে ২টি ন্যান্ড চ্যানেল যেখানে প্রত্যেকটি চ্যানেলে চারটি করে চিপ এনাবল রয়েছে, ইন্টিগ্রেটেড 3.3V/2.5V/1.8V/1.2V ভোল্টেজ রেগুলেটরস এবং আলাদা কাজের জিনিষ গুলো প্যাক করা রয়েছে। এই চিপটি 68-pin QFN প্যাকেজের সাথে এসেছে এবং লেটেস্ট ৩ডি ন্যান্ড মেমোরি সাপোর্ট করে কাজ করে।
পূর্বে এক্সটারনাল এসএসডি প্রস্তুতকারীরা এসএসডি কন্ট্রোলারের পাশাপাশি USB-to-PCIe ব্রিজ ব্যবহার করতেন, এতে সম্পূর্ণ এসএসডির দাম আরো বেড়ে যেতো, কেননা এতে বিল ওফ ম্যাটেরিয়াল এর কস্ট বেড়ে যায়। যেহেতু এই নতুন চিপে সমস্ত কিছু একটি চিপের মধ্যেই প্যাকড করা, তাই বিল ওফ ম্যাটেরিয়াল এর কস্ট কমে যায় এবং ওভারওল পোর্টেবল এসএসডির দাম কমে যায়।
এই সপ্তাহে Computex এ সিলিকন মোসান তাদের প্রোটোটাইপ ইউএসবি স্টিক এসএসডির ডেমো প্রদর্শিত করে যেগুলোকে SM3282 চিপের উপরে বানানো হয়েছিলো। যাইহোক, কয়েক মাস পরে নানান কোম্পানি হতে নানান প্রাইস পয়েন্টে এই ইউএসবি স্টিক এসএসডি গুলো বাজারে দেখতে পাওয়া যেতে পারে!
WiREBD এখন ইউটিউবে, নিয়মিত টেক/বিজ্ঞান/লাইফ স্টাইল বিষয়ক ভিডিও গুলো পেতে WiREBD ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুণ! জাস্ট, youtube.com/wirebd — এই লিংকে চলে যান এবং সাবস্ক্রাইব বাটনটি হিট করুণ!
Feature Image: Shutterstock
Khub valo!