হোয়াটস অ্যাপ হ্যাক করার মাধ্যমে হ্যাকার আপনার স্মার্টফোনে স্পাইওয়্যার ইনস্টল করিয়ে দিতে পারে, এতে আপনার ফোনের লোকেশন ডাটা, প্রাইভেট ম্যাসেজ সবই হ্যাকার স্পাই করতে পারবে। ফেসবুকের অধীনে থাকা এই কোম্পানিটির ১.৫ বিলিয়ন ইউজার রয়েছে। কিন্তু ঠিক কতগুলো ইউজার এই হ্যাক আটকের শিকার হয়েছেন সেই সংখ্যা এখনো অজানা।
হোয়াটস অ্যাপে কল দেওয়ার মাধ্যমে হ্যাকাররা ফোনে এই স্পাইওয়্যার গুলোকে ইনস্টল করাতে সক্ষম। আপনি ফোন রিসিভ না করলেও হ্যাকাররা আপনার ফোন ম্যালওয়্যার দ্বারা আক্রান্ত করাতে সক্ষম হবে, আর এটা হোয়াটস অ্যাপের ই একটি বাগ।
এক রিপোর্টে অনুসারে এই স্পাইওয়্যারটি Israel’s NSO Group উন্নতি করেছে, যদিও ফার্ম টি এই ব্যাপারে অস্বীকার করেছে। যাই হোক, এই এট্যাক থেকে রক্ষা পাওয়ার জন্য লেটেস্ট হোয়াটস অ্যাপ ভার্সনে আপডেট করতে বলা হয়েছে এবং এন্ড্রয়েড অপারেটিং সিস্টেমের লেটেস্ট আপডেট এপ্লাই করে নিতে বলা হয়েছে।
হোয়াটস অ্যাপ টিম এই সিকিউরিটি প্যাচ নিয়ে কাজ করছেন এবং যত দ্রুত সম্ভব এই বাগ টি ফিক্স করা হবে।
WiREBD এখন ইউটিউবে, নিয়মিত টেক/বিজ্ঞান/লাইফ স্টাইল বিষয়ক ভিডিও গুলো পেতে WiREBD ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুণ! জাস্ট, youtube.com/wirebd — এই লিংকে চলে যান এবং সাবস্ক্রাইব বাটনটি হিট করুণ!
Image: Shutterstock