আপনার ফায়ারফক্স ব্রাউজারের এক্সটেনশন গুলো কি আজ কাজ করা বন্ধ করে দিয়েছে, তাহলে আপনি আজ একা নন। এক টেকনিক্যাল ত্রুটির কারণে সকল ইউজারের ফায়ারফক্স এক্সটেনশন অকেজো হয়ে গেছে, তবে ফায়ারফক্স ব্যাপারটি ফিক্স করা নিয়ে কাজ চালাচ্ছে।
এনগ্যাজেট এর এই রিপোর্ট অনুসারে সার্টিফিকেট এক্সপায়ার হওয়ার জন্য ফায়ারফক্স সকল এক্সটেনশন গুলো ডিসেবল করে দিয়েছে। ফলে সকলের এক্সটেনশন গুলো জাস্ট ব্রেক করছে।
ফায়ারফক্স ও মোজিলা এড-অন একাউন্ট থেকে টুইটারে টুইট করে জানানো হয়, তারা এই ইস্যুটি নিয়ে কাজ করছেন, কিন্তু ঠিক কখন কাজটি শেষ হবে বা কতক্ষণ সময় লাগতে পারে এই ব্যাপারে কিছু জানা যায়নি।
So sorry for the issue we’re having with add-ons right now!
We’re working hard to fix it and will keep you updated.
— Firefox 🔥 (@firefox) May 4, 2019
আশা করা যাচ্ছে, যতদ্রুত সম্ভব হয়তো সমস্যাটির সমাধান করা হবে তবে এই ব্যাপারে কোন আপডেট পেতেই আমি নতুন করে সেই নিউজ ওয়্যারবিডিতে পাবলিশ করবো!
WiREBD এখন ইউটিউবে, নিয়মিত টেক/বিজ্ঞান/লাইফ স্টাইল বিষয়ক ভিডিও গুলো পেতে WiREBD ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুণ! জাস্ট, youtube.com/wirebd — এই লিংকে চলে যান এবং সাবস্ক্রাইব বাটনটি হিট করুণ!
Image: Shutterstock