আসুস জেনফোন ৬ এর নতুন অফিশিয়াল টিজার থেকে স্পষ্ট দেখা যাচ্ছে, ফোনটিতে কোন নচ বা বেজেল থাকবে না। ফোনটির ট্যাগ লাইন ব্যাবহার করা হয়েছে, “defy ordinary” – নিচের টুইট টি থেকে বোঝায় যাচ্ছে ফোনটি নচলেস ও বেজেললেস হতে চলেছে!
Embrace the extraordinary revolution. #ZenFone6 #DefyOrdinary
Learn more: https://t.co/y3fiATPH71 pic.twitter.com/PeLNUeL20N— ASUS (@ASUS) May 2, 2019
যেহেতু কোন নচ বা বেজেল থাকছে তা সুতরাং মোটরাইজ পপ-আপ সেলফি ক্যামেরা থাকতে পারে, বা সেইম ম্যাকানিজম ইউজ করা হতে পারে। জেনফোন ৬ ফোনটি পূর্বে ডুয়াল ক্যামেরা সেটআপ হিসেবে FCC থেকে সার্টিফাইড ছিল এবং গুজব শোনা যাচ্ছিলো ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা সেটআপ থাকবে।
তাছাড়া জেনফোন ৬ ফোনটি 18W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে এবং ডুয়াল সিম ভার্সন থাকবে। আনটুটু বেঞ্চমার্ক থেকে জানা গেছে ফোনটিতে ১০৮০+ ডিসপ্লে রেজুলেশন থাকবে, ৬ জিবি RAM, ও ১২৮ জিবি স্টোরেজ অপশন থাকবে। সাথে ফোনটিতে Qualcomm’s Snapdragon 855 চিপসেট থাকবে ও Android 9 Pie সাপোর্ট থাকবে।
WiREBD এখন ইউটিউবে, নিয়মিত টেক/বিজ্ঞান/লাইফ স্টাইল বিষয়ক ভিডিও গুলো পেতে WiREBD ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুণ! জাস্ট, youtube.com/wirebd — এই লিংকে চলে যান এবং সাবস্ক্রাইব বাটনটি হিট করুণ!
Image: ASUS