বর্তমানে যদি Avengers: Endgame মুভির বাইরে কেও কোন টপিক নিয়ে আলোচনা করে, সেক্ষেত্রে সেটা হচ্ছে আপকামিং ওয়ানপ্লাস ফোনে কি কি থাকতে চলেছে! প্রত্যেকদিনই নতুন নতুন লিক সামনে আসছে, গতকাল ওয়ানপ্লাস ৭ প্রো’র দুইটি ভ্যারিয়ান্টের দাম লিক হয়, তারপরে লেটেস্ট লিক থেকে জানা যাচ্ছে ওয়ানপ্লাস ৭ প্রো’র পেছনে ট্রিপল ক্যামেরা সেটআপ থাকবে।
তবে এটা অফিশিয়াল লিক, গত বৃহস্পতিবার, ওয়ানপ্লাস একটি শর্ট ভিডিও টিচার টুইটারে পাবলিশ করে যেখানে হ্যাশ ট্যাগ হিসেবে #OnePlus7Pro ব্যবহার করা হয়েছে এবং ডিভাইজটির পেছনের একটি স্কেচ প্রকাশ করা হয়, যেখানে পেছনে তিনটি ক্যামেরা লেন্স থাকতে দেখা গেছে।
https://twitter.com/oneplus/status/1121398453018316802
এই পর্যন্ত সকল লিক গুলো একত্রিত করলে, ওয়ানপ্লাস ৭ এ Quad HD+ ডিসপ্লে থাকবে যেটা ওয়ানপ্লাস ডিভাইজের এই পর্যন্ত হাইয়েস্ট ডিসপ্লে রেজুলেশন। তাছাড়া ডিসপ্লে প্যানেলটি হবে সুপার অ্যামোলেড এবং 90 Hz রিফ্রেশ রেট এ কাজ করবে। তাছাড়া ডিভাইজটিতে পাওয়ার জোগাবে 4,000 mAh ব্যাটারি।
লিক থেকে আরো জানা যায়, এই ট্রিপল ক্যামেরা সেটাপে wide angle এবং telephoto লেন্স থাকবে।
WiREBD এখন ইউটিউবে, নিয়মিত টেক/বিজ্ঞান/লাইফ স্টাইল বিষয়ক ভিডিও গুলো পেতে WiREBD ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুণ! জাস্ট, youtube.com/wirebd — এই লিংকে চলে যান এবং সাবস্ক্রাইব বাটনটি হিট করুণ!
Feature Image: OnePlus 6 via Shutterstock.com
What a start!??
??