দ্যা ভার্জের রিসেন্ট রিপোর্ট অনুসারে, ইস্টার্ন টাইম সকাল ৬:৩০ মিনিট মানে বাংলাদেশি টাইম বিকাল ৪:৩০ মিনিট থেকে পৃথিবীর নানান জায়গায় ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটস অ্যাপ এক্সেস করতে অসুবিধা হচ্ছিলো। গতমাসে প্রায় ঘন্টা খানেক সময় ধরে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটস অ্যাপ একসেস করা যাচ্ছিল না, আবার একই সমস্যা আজ ঘটলো!
গতবারের আউটেজের জন্য ফেসবুক নতুন সার্ভার কনফিগারেশনকে দায়ী করেছিল, তবে আজকের সমস্যার জন্য দ্যা ভার্জ ফেসবুক সাথে যোগাযোগ করেছে, আপডেট পাওয়া মাত্রই নতুন রিপোর্ট পাবলিশ করবে বলে জানায় ওয়েবসাইট টি।
WiREBD এখন ইউটিউবে, নিয়মিত টেক/বিজ্ঞান/লাইফ স্টাইল বিষয়ক ভিডিও গুলো পেতে WiREBD ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুণ! জাস্ট, youtube.com/wirebd — এই লিংকে চলে যান এবং সাবস্ক্রাইব বাটনটি হিট করুণ!
সমস্যাটির ফলে, ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাপের নিউজ ফিড রিফ্রেশ হচ্ছিল না, এবং মেইন facebook.com ডোমেইনটি ও একসেস করা যাচ্ছিল না। সাথে হোয়াটস অ্যাপে ম্যাসেজ সেন্ড বা রিসিভ হতে সমস্যা করছিলো। এই সমস্যার কথা ইউজার’রা টুইটারে পোস্ট করে ব্যক্ত করেন।