WiREBD
  • সম্পর্কে
  • রিসোর্স
  • ক্লাউড
সাবস্ক্রাইব
WiREBD

লেটেস্ট

ট্রেন্ডিং

ক্যাটাগরি

টেক নিউজ

প্রযুক্তি ব্যাখ্যা

উইন্ডোজ

লিনাক্স

অ্যান্ড্রয়েড

ইন্টারনেট

সাইবার সিকিউরিটি

হার্ডওয়্যার

নেটওয়ার্কিং

প্রোগ্রামিং

৫টি সেরা

এথিক্যাল হ্যাকিং

ওয়ার্ডপ্রেস

কুইক টেক

ক্লাউড কম্পিউটিং

টিউটোরিয়াল

কিভাবে?

বিজ্ঞান

রিভিউ

ওয়েব হোস্টিং

সফটওয়্যার ও অ্যাপস

অনলাইন সার্ভিস

Home ইন্টারনেট

ইন্টারনেট সার্চ ইঞ্জিন বা গুগল কীভাবে কাজ করে? বিস্তারিত জানুন

বিস্তারিত জানুন

তাহমিদ বোরহানbyতাহমিদ বোরহান
30/10/2021
in ইন্টারনেট, কিভাবে, প্রযুক্তি ব্যাখ্যা
0
ইন্টারনেট সার্চ ইঞ্জিন বা গুগল কীভাবে কাজ করে? বিস্তারিত জানুন

অনেক অনেক দিন আগে যে কোনো একটা বিষয় নিয়ে প্রায়ই দুজন মানুষের মধ্যে ঝগড়া লেগে যেতো, যেমনঃ কে ১৯৮০ সালের সর্বাধিক জনপ্রিয় শিল্পী? কেও বলে অমুক তো আবার কেও বলে তমুক। দুই জনের চুল ছেরাছেরি শেষ হলে কোনো তৃতীয় পক্ষকে জিজ্ঞাসা করা হতো। তৃতীয় পক্ষের উত্তর যদি সন্তোষজনক না হতো তবে বই বের করা হতো খবরের কাগজ দেখা হতো! উফফ… হয়েছে আপনার? বুঝছি তো আমরা! এটাই মনে হচ্ছে তাই না? হাঁ, কিন্তু বর্তমান সময়ে কি মোটেও তা করা হয়? ইন্টারনেট এর জনপ্রিয়তা পাবার পরে মানুষের যেকোনো প্রশ্নের উত্তর এখন সার্চ ইঞ্জিন দিয়ে থাকে।

ADVERTISEMENT

আপনার কোনো তথ্যের দরকার বা কোনো ঠিকানা খুঁজছেন বা ক্রিকেট ম্যাচ শিডিউলটি দরকার তো জাস্ট বিং করে ফেলুন। আর সব হর হর করে আপনার কাছে চলে আসবে। উপস… 😛 বিং বলে ফেলেছি না? আসলে গুগল করে ফেলুন, আর সব তথ্য পেয়ে যাবেন। তো এ তো সহজ কথা, এটা নিয়ে আবার পোস্ট করার কি আছে? হাঁ, মানছি যে এটা খুব সহজ ব্যাপার। কিন্তু আপনি জানেন কি এই ইন্টারনেট সার্চ ইঞ্জিন গুলো কীভাবে কাজ করে। সার্চ ইঞ্জিন গুলো এতো বুদ্ধিমান হয় কেমন করে। বা পুরনো দিনের সার্চ ইঞ্জিন গুলো কেমন ছিল? যদি না জানেন তবে নিচে পড়তে শুরু করে দিন, আর যদি মহা পন্ডিত হয়ে থাকেন মানে আগে থেকেই সব জেনে থাকেন তবে??? তবে আর কি, আরো কিছু পোস্ট লিঙ্ক দিলাম তা পড়ে নিন।

সার্চ ইঞ্জিন ইতিহাসঃ

আপনার সার্চ করা ডাটা গুলো আপনার কাছে পৌঁছে দিতে সার্চ ইঞ্জিন কোনো ম্যাজিক ট্রিক অনুসরন করে না। ইন্টারনেট জগতে সকল আধুনিক কম্পিউটার গুলো একে অপরের সাথে সম্পর্ক যুক্ত থাকে। কিন্তু ইন্টারনেট জগতে রয়েছে লক্ষ্য লক্ষ্য ওয়েব সাইটস, তো এসব নাম আর সবার কাম তো মনে রাখা সম্ভব নয়। কিছু বুদ্ধিমান মানুষ ভাবলেন যে ইন্টারনেট এর সকল বিষয় গুলো আর সহজ প্রাপ্য করলে কেমন হয়। অর্থাৎ তারা ভাবলেন যে সকল তথ্য গুলো এক যায়গায় নিয়ে এসে মানুষের কাছে পৌঁছে দিলে তা আরো বেশি সহজ হবে। এবং নিমিষেই সকল তথ্য খুজে বের করা সম্ভব হবে। হাঁ, ঠিক এই চিন্তা ধারার উপর ভিত্তি করে ইন্টারনেটকে আরো সহজ করে গড়ে তোলবার জন্য সার্চ ইঞ্জিন এর উদ্ভবন ঘটে।

প্রথম যুগের সার্চ ইঞ্জিন কিন্তু সম্পূর্ণই আলাদা ছিল। তখনকার সার্চ ইঞ্জিন গুলো অনেকটা ওয়েব ডিরেক্টরির মতো ছিল। সেখানে বিভিন্ন ক্যাটাগরির উপর কতিপয় ওয়েবসাইট এর তালিকা করা ছিল ব্যাস। কিন্তু ইন্টারনেট এর তথ্য ভান্ডার যখন দিনের পরে দিন বাড়তে থাকলো এবং ট্র্যাফিক ও বাড়তে থাকলো তখন এই ধরনের ওয়েব ডিরেক্টরি ভিত্তিক সার্চ ইঞ্জিন গুলো টাটা বাই বাই হয়ে গেলো। এখন এমন উপায়ে সার্চ ইঞ্জিন বানানো হলো যাতে সার্চ ইঞ্জিন ইন্টারনেট এ মজুত থাকা সকল ওয়েবসাইটস কে ট্র্যাক করতে পারে। এবং সকল তথ্য গুলো সার্চ ইঞ্জিন নিজেই সংগ্রহ করতে পারে। তো এইভাবে তৈরি হলো আধুনিক ইন্টারনেট সার্চ ইঞ্জিন।

সার্চ ইঞ্জিন কীভাবে কাজ করে?

সার্চ ইঞ্জিনকে যে তথ্য সংগ্রহে সাহায্য করে তার নাম হলো বট বা ক্রাউলার বা স্পাইডার। ওয়েবসাইটস এর কনটেন্ট গুলোকে স্পাইডার স্বয়ংক্রিয় ভাবে স্ক্যান করে। যেমনঃ কী-ওয়ার্ডস, টাইটেলস, ইমেজেস, অ্যাক্সেস ফ্রিকুয়েন্সি, রেটিংস, স্পাম কনটেন্ট ইত্যাদি। তারপর এই ডাটা গুলোকে স্পাইডার এক জায়গায় ইনডেক্স করে যাতে সার্চ করে এদের খুঁজে পাওয়া সম্ভব হয়। কিন্তু শুধু ডাটা সংগ্রহ করলেই তো হবে না। সার্চ ইঞ্জিনকে বুদ্ধিমান ও হতে হবে। বুদ্ধিমান হওয়ার জন্য সার্চ ইঞ্জিন বিশেষ গানিতিক সুত্র বা অ্যালগরিদম ব্যবহার করে থাকে।

আধুনিক সার্চ ইঞ্জিন শুধু কী-ওয়ার্ডস নয় বরং সাইটটির কনটেন্ট, রেটিংস এবং সাইটটির বিষয় বস্তুটি কতোটা গুরুত্বপূর্ণ তার উপর নির্ভর করে সার্চ ফলাফল দিয়ে থাকে। মনে করুন আপনি গুগল এ গিয়ে সার্চ করলেন “গ্যালাক্সি এস ৭ রিভিউ” এখন দেখুন এই সার্চ এ গুগল তার ইনডেক্স এ ১১,৯০০ টি ফলাফল খুঁজে পেয়েছে। কিন্তু আমার এই সাইটটি সবার আগে এনে দেবার কারন কি? কারন সার্চ ইঞ্জিন তার উন্নত অ্যালগরিদম ব্যবহার করে প্রথমে কী-ওয়ার্ডটি পর্যবেক্ষণ করেছে তারপর টাইটেল পর্যবেক্ষণ করেছে এবং বিষয় বস্তু পর্যবেক্ষণ করেছে। এবার এই সকল বিষয় গুলো বিবেচনা করে এবং আপনার সার্চ করা কী-ওয়ার্ড এর উপর ভিত্তি করে ১১,৯০০ ফলাফল থেকে এই সাইটটিকে সেরা বলে মনে করেছে। এবং এর ফলাফল আপনার সামনে নিয়ে এসেছে। তাছাড়াও সার্চ ইঞ্জিন অ্যালগরিদম ব্যবহার করে আপনার সার্চ করা কী-ওয়ার্ড এর পাশাপাশি উপযুক্ত কী-ওয়ার্ড এর ফলাফল ও এনে দেয়।

তাহলে কি বুঝলেন? হাঁ, গুগল কিন্তু আপনার মতো চিন্তা করতে পারে। এবং আপনার অনুমান বুঝে ফেলতে পারে। মনে করুন আপনি ‘APPLE’ লিখে সার্চ করলেন। তখন কিন্তু গুগল আপনাকে  সারাসরি অ্যাপেল না খাইয়ে অ্যাপেল কোম্পানির সার্চ ফলাফল এনে দেবে। কারন গুগল জানেন যে আপনি কি ফলাফল আসা করছেন। আবার আপনি যদি ” apples” লিখে সার্চ করেন তবে আপনার সামনে হাজির হয়ে যাবে রসালো রসালো সব অ্যাপেল। এভাবেই আপনার সার্চ কী-ওয়ার্ডস এবং আপনার সার্চ ক্রিয়াকলাপ এর উপর ভিত্তি করে গুগল বা আধুনিক সার্চ ইঞ্জিন গুলো সর্বউত্তম সার্চ ফলাফল প্রদান করে থাকে।

সার্চ ইঞ্জিন সম্পর্কে তো এবার হাফেয হয়ে গেলেন তাই না? আরে দাঁড়ান! আরো কিছু বিষয় এখনো বাকি আছে বলতে। সর্বউত্তম সার্চ ইঞ্জিন যেমন গুগল তার ব্যবহারকারীরও সকল তথ্য ডাটাবেজ করে রাখে। যাতে সার্চ করার সময় আপনাকে সর্বাধিক সর্বউত্তম সার্চ ফলাফল দিতে পারে। তাছাড়াও গুগল তার ব্যবহারকারী ভেদে এবং সার্চ কী-ওয়ার্ডস এর উপর ভিত্তি করে বিভিন্ন বিজ্ঞাপন দেখিয়ে থাকে। যাতে আপনি তাদের পন্যে আগ্রহী হলে তা সহজেই কিনতে পারেন বা তা সম্পর্কে জানতে পারেন। তাছাড়াও আপনার কাছে আপনার ব্যবহার রুচি অনুসারে বিকল্প সার্চ ফলাফল ও এনে দেওয়া হয়ে থাকে। কেনোনা গুগল জানে যে আপনি কি পছন্দ করেন আর কোনটা পছন্দ করেন না।

উপসংহার

আসা করি আজকের পোস্টটি আপনাদের ভালো লেগেছে। এবং পরিশেষে আপনারা জানতে পেরেছেন যে সার্চ ইঞ্জিন কীভাবে কাজ করে এবং সার্চ ইঞ্জিন কতোটা বুদ্ধিমান। সবকিছু তো আর একা একা জানলেই হবে না, আপনার বন্ধুদের ও জানাতে হবে, তাই এই পোস্টটি বেশি বেশি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন সার্চ ইঞ্জিন সম্পর্কে। আমি প্রতিদিন নতুন নতুন প্রযুক্তি নিয়ে আলোচনা করি, তাই আপনারা এই সাইটটি নিয়মিত ভিসিট করবেন, এবং চাইলে বুকমার্ক করে রাখতে পারেন।

Image Credit: Shutterstock

Tags: ইন্টারনেটকীভাবেগুগলসার্চ ইঞ্জিন
ADVERTISEMENT
ADVERTISEMENT
ADVERTISEMENT
ADVERTISEMENT
তাহমিদ বোরহান

তাহমিদ বোরহান

আমি তাহমিদ বোরহান, বেশিরভাগ মানুষের কাছে একজন প্রযুক্তি ব্লগার হিসেবে পরিচিত। ইন্টারনেটে বাংলায় টেক কন্টেন্ট এর বিশেষ অভাব রয়েছে, তাছাড়া উইকিপিডিয়ার কন্টেন্ট বেশিরভাগ মানুষের মাথার উপর দিয়েই যায়। ২০১৪ সালে প্রযুক্তি সহজ ভাষায় প্রকাশিত করার লক্ষ্য রেখেই ওয়্যারবিডি (পূর্বের নাম টেকহাবস) ব্লগের জন্ম হয়! আর এই পর্যন্ত কয়েক হাজার বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক আর্টিকেল প্রকাশিত করে বাঙ্গালীদের টেক লাইফ আরো সহজ করার ঠেকা নিয়ে রেখেছি! সারাদিন প্রচুর পরিমাণে গান শুনি আর ইউটিউবে র‍্যান্ডম ভিডিও দেখি। ওয়ার্ডপ্রেস, ক্লাউড কম্পিউটিং, ভিডিও প্রোডাকশন, এবং ইউআই/ইউএক্স ডিজাইনের উপরে বিশেষ পারদর্শিতা রয়েছে। নিজের গল্প, মানুষের গল্প, আর এলোমেলো টপিক নিয়ে ব্যাক্তিগত ব্লগে লিখি। খাওয়া আর ঘুম আমার আরেক প্যাশন!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post
স্মার্টফোন স্লো হয়ে গেছে? ফাস্ট করার উপায় জেনে নিন

স্মার্টফোন স্লো হয়ে গেছে? ফাস্ট করার উপায় জেনে নিন

  • যোগাযোগ
  • নিরাপত্তা ও গোপনীয়তা
  • আমাদের জন্য লিখুন
© 2015-2021 WiREBD Made With ❤️
No Result
View All Result
  • টেক নিউজ
  • মোবাইল ও পিসি
    • অ্যান্ড্রয়েড
    • উইন্ডোজ
    • লিনাক্স
    • ইন্টারনেট
    • সাইবার সিকিউরিটি
    • নেটওয়ার্কিং
    • হার্ডওয়্যার
    • প্রোগ্রামিং
  • সিরিজ
    • কুইক টেক
    • এথিক্যাল হ্যাকিং
    • ৫ টি বেস্ট
    • ওয়ার্ডপ্রেস
    • ক্লাউড কম্পিউটিং
  • রিভিউ
    • ওয়েব হোস্টিং
    • সফটওয়্যার ও অ্যাপস
    • অনলাইন সার্ভিস
  • আরো
    • প্রযুক্তি ব্যাখ্যা
    • কিভাবে
    • টিউটোরিয়াল
    • বিজ্ঞান