গুগল ক্রোম থাকতে আর কিছুই ইউজ করতে ভালো লাগে না, তবে এমন কিছু কিছু ব্রাউজার রয়েছে যেগুলোর মারাত্মক অসাধারণ ইউজার ইন্টারফেস এবং খুবই উপকারি কিছু ফিচার থাকার জন্য অবশ্যই এদের এড়িয়ে যাওয়া মুশকিল, অপেরা এদের মধ্যে অন্যতম একটি ব্রাউজার যেটা পেছনের কয়েক বছরের মধ্যে সম্পূর্ণই পরিবর্তিত হয়েছে।
আজকের অপেরা ভার্সন ৬০ (Reborn 3) — রিলিজ হয়েছে যেটা উইন্ডোজ ডেক্সটপ, ম্যাক, ও লিনাক্স ডেক্সটপে কাজ করবে। আর এবারের আপডেট গুলো সাথে ব্রাউজারটিকে নতুন জেনারেশন ব্রাউজার বলতেই হবে। এই নতুন ব্রাউজারটিতে রয়েছে বিল্ডইন ফ্রি ভিপিএন, ক্রিপটো ওয়ালেট সাপোর্ট, আরো বেটার প্রাইভেসি কন্ট্রোল এবং “Web 3” সাপোর্ট।
অনেকেই তাদের প্রাইভেসিকে অনেক গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে লক্ষ্য করে থাকেন, সেক্ষেত্রে অপেরার ফ্রি ভিপিএন সার্ভিস অনেক উপকারি হতে পারে যেটা কোন ইউজার লগ রাখে না। তাছাড়া ব্লকচেইন নির্ভর সিস্টেমে ইউজাররা ক্রিপটো কারেন্সি ট্র্যানজাকশন করতে পারবেন। তবে এটাকে আমি ব্র্যান্ড নিউ রিলিজ বলতাম না, যদি এর ভিজুয়াল ডিজাইন পরিবর্তন না করা হতো।
WiREBD এখন ইউটিউবে, নিয়মিত টেক/বিজ্ঞান/লাইফ স্টাইল বিষয়ক ভিডিও গুলো পেতে WiREBD ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুণ! জাস্ট, youtube.com/wirebd — এই লিংকে চলে যান এবং সাবস্ক্রাইব বাটনটি হিট করুণ!
নতুন অপেরা এখন বর্ডারলেস, এর মানে আপনি ওয়েব কন্টেন্ট পড়ার জন্য স্ক্রীনে আরো বেশি স্পেস পেতে পারবেন। তাছাড়া লাইট ভার্সন বা ডার্ক ভার্সন — ইচ্ছা মতো দুইটিই ব্যবহার করতে পারবেন। তাছাড়া ফেসবুক ম্যাসেঞ্জার, হোয়াটস অ্যাপ ম্যাসেঞ্জার বিল্ডইন ইউজ করার সুবিধা তো আগে থেকেই রয়েছে। — অপেরা ফ্যানদের জন্য অবশ্যই এটি একটি মেজর রিলিজ, কিন্তু যারা এখনো অপেরা ইউজ করেন নি, আমি বলবো ট্রায় করে দেখার সময় চলে এসেছে!
গুড নিউজ। ধন্যবাদ ভাইয়া।
ভাই আপনার আর্টিকেল লেখা খুব ভাল লাগে।
কম্পিউটার হার্ডওয়্যার এন্ড ট্রাবলশুটিং। Computer hardware details…
https://www.tuneround.com/2019/04/computer-hardware-details.html
ধন্যবাদ! বাট কমেন্টে লিংক প্রদান না করার জন্য অনুরধ করা হলো!