WiREBD
  • সম্পর্কে
  • রিসোর্স
  • ক্লাউড
সাবস্ক্রাইব
WiREBD

লেটেস্ট

ট্রেন্ডিং

ক্যাটাগরি

টেক নিউজ

প্রযুক্তি ব্যাখ্যা

উইন্ডোজ

লিনাক্স

অ্যান্ড্রয়েড

ইন্টারনেট

সাইবার সিকিউরিটি

হার্ডওয়্যার

নেটওয়ার্কিং

প্রোগ্রামিং

৫টি সেরা

এথিক্যাল হ্যাকিং

ওয়ার্ডপ্রেস

কুইক টেক

ক্লাউড কম্পিউটিং

টিউটোরিয়াল

কিভাবে?

বিজ্ঞান

রিভিউ

ওয়েব হোস্টিং

সফটওয়্যার ও অ্যাপস

অনলাইন সার্ভিস

Home কিভাবে

ভিডিও কোডেক, কন্টেনার | যেগুলো আপনি এতদিনেও জানতেন না

তাহমিদ বোরহানbyতাহমিদ বোরহান
18/10/2021
in কিভাবে, প্রযুক্তি ব্যাখ্যা
0
ভিডিও কোডেক, কন্টেনার | যেগুলো আপনি এতদিনেও জানতেন না

আপনাদের ভিডিও কোডেক এবং কন্টেনারের মধ্যে পার্থক্য বোঝানো তুলনামূলক সহজ কাজ—কিন্তু মুশকিল ব্যাপার হলো প্রত্যেকটা ফরম্যাট সম্পর্কে বোঝানো। আপনি হয়তো এম্পিফোর, এভিআই, এমকেভি ইত্যাদির নাম শুনেছেন, এবং আপনি হয়তো জানেন এগুলো হলো ভিডিও কোডেক, তাই না? না! আসলে এগুলো হলো কন্টেনার। আজকে আমি কোডেক, কন্টেনার এবং ফরম্যাট নিয়ে আলোচনা করবো, যাতে এখন থেকে আপনি যখন ভিডিও এডিট বা কনভার্ট করতে যাবেন, তখন যাতে সঠিক ধারণা থাকে, আপনি কি করছেন। তো চলুন বিস্তারিত করে জেনে নেওয়া যাক।

ADVERTISEMENT

এই আর্টিকেলের বিষয়বস্তু সমূহ

  • ভিডিও কোডেক কি?
  • জনপ্রিয় কোডেক
  • এক্সভিআইডি/ডিআইভিএক্স
  • এমপিইজি-৪
  • এইচ.২৬৪
  • কন্টেনার কি?
  • জনপ্রিয় কন্টেনার
  • ফ্ল্যাশ ভিডিও (.flv, .swf)
  • এমকেভি
  • এমপি৪
  • শেষ কথা

ভিডিও কোডেক কি?

কোডেক হলো একধরণের ভিডিও এনকোডিং টুল বা সফটওয়্যার। অর্থাৎ এটি এমন একটি সফটওয়্যার যা কোন মিডিয়াকে এনকোড বা ডিকোড করার কাজে ব্যবহৃত হয়। এমনকি কোডেক শব্দটি কোডার/ডিকোডার সমন্বয়ে তৈরি। কোন অডিও এবং ভিডিও ফাইলের সাইজ কম করার জন্য কোডেক এক বিশেষ অ্যালগোরিদম ব্যবহার করে, এবং প্রয়োজনে ডিকম্প্রেসও করতে পারে। আসলে কয়েক ডজন খানেক ভিডিও কোডেক রয়েছে এবং প্রত্যেকে আলাদা আলাদা প্রযুক্তি ব্যবহার করে এনকোড করে।

এজন্যই আপনার ভিডিও প্লেয়ারে বিভিন্ন ধরনের ভিডিও প্লে করার জন্য কোডেক প্যাক ডাউনলোড করতে হয়। কোডেক প্যাক গুলো এক ছোট আকারের সফটওয়্যার প্যাকেজ হয়ে থাকে, যা আপনার ভিডিও প্লেয়ারকে নির্দিষ্ট ভিডিও ফাইল ডিকোড করতে সাহায্য করে। আবার যখন আপনি কোন ভিডিও এডিটর ব্যবহার করেন—এটিও কোডেক ব্যবহার করে আপনার ভিডিওটি এনকোড এবং রেন্ডার করে ভিডিওটির প্রিভিউ একটি ফাইলে জমা করে।

ভিডিও কোডেক কিন্তু কোন ফাইল ফরম্যাট বা ভিডিও ফরম্যাট নয়। বলতে পারেন এটি একটি উপায় যা কোন ভিডিও এবং অডিওকে কম্প্রেস করতে সাহায্য করে। আবার এখানে একটি বিষয় নোট করার মতো রয়েছে, আপনি যে কোডেক ব্যবহার করে কোন অডিও বা ভিডিওকে এনকোড করবেন, সেটি ডিকোড করার সময়ও একই কোডেকের প্রয়োজন পড়বে। ডিকোড বা প্লে করার সময় যদি সঠিক কোডেক ব্যবহার করা নয় তবে আপনার প্লেয়ারে বা ডিভাইজে ভিডিও প্লে হতে সমস্যা হতে পারে। আর তাছাড়া ভিডিও কোডেক নিয়ে বিস্তারিত করে জানতে ফাইল কম্প্রেসন সম্পর্কে জানা প্রয়োজন। তাই অবশ্যই ডাটা কম্প্রেসন নিয়ে লেখা পোস্টটি আপনার পড়া প্রয়োজন।

জনপ্রিয় কোডেক

এক্সভিআইডি/ডিআইভিএক্স

ডিআইভিএক্স কে বাণিজ্যিকভাবে ব্যবহার করা হয়—কিন্তু এক্সভিআইডি হলো একটি ওপেন সোর্স কোডেক এবং এটি ডিআইভিএক্স এর সর্বউত্তম বাণিজ্যিক বিকল্প। এমপিইজি-৪ এর উপর নির্ভর করে এই কোডেক এনকোড এবং ডিকোড উভয়ই সম্পূর্ণ করে। এটি বিস্তরভাবে ব্যবহৃত হওয়ার জন্য, এটিকে যথাযথভাবে ভিডিও এনকোড করার জন্য ব্যবহার করা হয়।

এমপিইজি-৪

এমপিইজি-৪ হলো সবচাইতে কমন স্ট্রিমিং ফরম্যাট এবং এটি অনেক অংশে গঠিত। যেমন- এমপিইজি-৪ পার্ট II ভিডিও এনকোড করার জন্য ব্যবহৃত হয়। এটি ডিআইভিএক্স বা এক্সভিআইডি কোডেক ব্যবহার করে ভিডিও এনকোড করে, যেখানে বেশিরভাগ সময়ই অডিও ফরম্যাট হিসেবে এম্পিথ্রীকে ব্যবহার করা হয়। তবে বর্তমানের আধুনিক এমপিইজি-৪, এইচ.২৬৪ ব্যবহার করে।

এইচ.২৬৪

বর্তমানের হাই ডেফিনিশন ভিডিও উৎপন্ন করার জন্য এইচ.২৬৪ সবচাইতে জনপ্রিয় উপাদান। এটি ব্যবহার করে লসি এবং লসিলেস উভয় প্রকারেরই কম্প্রেসন করা সম্ভব, তবে এটি নির্ভর করে আপনার ঠিক করা সেটিংস এর উপর, মানে আপনি এনকোড করার সময় কতো ফ্রেম রেট ব্যবহার করলেন, কোয়ালিটি কেমন রাখলেন, এবং টার্গেট ফাইল সাইজ কতো করলেন তার উপরে। এইচ.২৬৪ কে সাধারনত এক্স.২৬৪ ব্যবহার করে এনকোড করা হয়, তবে ডিআইভিএক্স বা এক্সভিআইডি ব্যবহার করেও ভালোভাবে এইচ.২৬৪ এনকোড করা সম্ভব। এইচ.২৬৪ তে সাধারনত অডিও এনকোড এর ক্ষেত্রে এএসি বা এমপিথ্রী ব্যবহার করা হয়।

সাধারন এমপিইজি-৪ কম্প্রেসন থেকে এইচ.২৬৪ প্রায় ১.৫ বা ২গুন বেশি দক্ষ। এইচ.২৬৪ অনেক কম ফাইল সাইজেই অনেক ভালো ভিডিও কোয়ালিটি দিতে পারে, যা এখনকার বেশিরভাগ ডিভাইজই সমর্থন করে। তবে বলা যায়, এখন এইচ.২৬৪ এমপিইজি-৪ এর সাথে জুড়ে গেছে, যাকে এভিসি বলা হয়।

কন্টেনার কি?

ফাইল কন্টেনার অনেকটা জীপ ফাইলের মতো, এখানে একত্রে অডিও, ভিডিও, কোডেক একত্রিত করে একটি প্যাকেজ তৈরি করা হয়। কন্টেনারে সাধারনত মুভি চ্যাপটার, সাবটাইটেল, মেটাডাটা, এবং মাল্টি অডিও প্যাক করা হয়। যেমনটা উইন্ডোজ ইএক্সই ফাইলে দেখা যায়, এখানে সকল ফাইল গুলোকে আর্কাইভ করে রাখা হয়, এবং (.bat) নামক একটি ফাইলে অপারেটিং সিস্টেমকে বলা হয় যে, কোন ফাইল গুলো কোথায় যাবে।

জনপ্রিয় কন্টেনার

ফ্ল্যাশ ভিডিও (.flv, .swf)

মাইক্রোমিডিয়া মূলত প্রধান ফ্ল্যাশ ভিডিও তৈরি করে এবং এটি ২০০৫ সালে অ্যাডোবি অর্জন করে। ফ্ল্যাশ কন্টেনারটি এর সিমাবদ্ধতার জন্য জনপ্রিয়তা হারিয়ে ফেলেছে। এই কন্টেনারটি অনেক ত্রুটিতে ভর্তি হওয়ার কারণে অ্যাডোবি একে নিঃশেষ করার সিদ্ধান্ত নিয়েছে, এবং এটি দিনদিন শেষ হয়ে আসছে। গুগল ক্রোম ব্রাউজার ফ্ল্যাশ ভিডিওকে ব্লক করা আরম্ভ করেছে। তবে ত্রুটিমুক্ত এবং বেশি দক্ষ প্রযুক্তির সাথে এইচটিএমএল৫ এগিয়ে চলেছে। আজাকাল অনলাইনে অনেক কম ফ্ল্যাশ ভিডিও দেখতে পাওয়া যায়, এই কন্টেনারটি প্রায় ধংসের পথে।

এমকেভি

ভবিষ্যতের কথা চিন্তা করে এমকেভি কন্টেনারকে ডিভাইজ করা হয়েছে, এবং নিশ্চিত করে এটি ফিউচার প্রুফ। এই কন্টেনারটি নিজে থেকে প্রায় সকল ফরম্যাটের অডিও এবং ভিডিও ধারণ করতে সক্ষম, যার ফলে এটি অনেক উন্নত, দক্ষ, এবং অত্যন্ত গণ্য একটি কন্টেনার। এটি একসাথে একাধিক অডিও, ভিডিও, এবং সাবটাইটেল ফাইল ধারণ করতে পারে—যেখানে প্রত্যেকটি অডিও বা ভিডিও বিভিন্ন ফরম্যাটে এনকোড হলেও সমস্যা নেই। এমনকি করাপ্টেড ফাইল থেকেও প্লে করার সুবিধা প্রদান করে থাকে এই অসাধারন কন্টেনারটি। আর খুব শীঘ্রই এটি সবচাইতে বেশি জনপ্রিয় কন্টেনার হয়ে উঠবে।

এমপি৪

ইউটিউব বা অন্যান্য ভিডিও ওয়েবসাইট গুলোর কাছে এমপি৪ হলো সুপারিশ ফরম্যাট। এমপি৪ কন্টেনারে ভিডিও এনকোডিং এর জন্য এমপিইজি-৪ ব্যবহার করা হয়, তবে এইচ.২৬৪ তেও ঠিকঠাক কাজ করে। অডিও এনকোডিং এর জন্য এএসি বা এসি৩ ব্যবহার করা হয়। এমপি৪ কন্টেনার আজকের প্রায় বেশিরভাগ কনজিউমার ডিভাইজে সমর্থন করে, এবং অনলাইনে প্লে করার জন্য এটি সবচাইতে কমন কন্টেনার।

শেষ কথা

পরিশেষে যদি বলেন, যে আপনি কোন ভিডিও কোডেক এবং কন্টেনার ব্যবহার করে ভিডিও তৈরি করবেন, তবে এই মুহূর্তে এইচ.২৬৪ সবচাইতে উত্তম  কোডেক এবং কন্টেনার হিসেবে আপনি এমপি৪ বা এমকেভি উভয়কেই ব্যবহার করতে পারেন। তবে এমপি৪ কন্টেনার ব্যবহার করায় বেশি উত্তম হবে—কেনোনা প্রায় সকল ধরনের ডিভাইজ একে সমর্থন করে এবং সবচাইতে বড় ভিডিও ওয়েবসাইট গুলোর জন্য এটি প্রথম পছন্দ।

আপনি কোন ভিডিও কোডেক এবং কন্টেনার ব্যবহার করে ভিডিও কম্প্রেস করতে পছন্দ করেন এবং কোন সফটওয়্যার ব্যবহার করে সর্বাধিক রেজাল্ট পান, এই তথ্য গুলো আমাদের সাথে কমেন্টে শেয়ার করুন। বেস্ট কোয়ালিটি ভিডিও তৈরি করার জন্য আপনি কি সেটিংস ব্যবহার করেন? সবকিছুই নিচে আমাদের কমেন্টে শেয়ার করুন। আর কিছু বুঝতে অসুবিধা থাকলে আমাকে নিচে কমেন্ট করে জানান।

/Image Credit: Shutterstock

Tags: এএমডিএমপি৪টেক চিন্তাডিআইভিএক্সফাইল ফরম্যাটভিডিওভিডিও কোডেক
ADVERTISEMENT
ADVERTISEMENT
ADVERTISEMENT
ADVERTISEMENT
তাহমিদ বোরহান

তাহমিদ বোরহান

আমি তাহমিদ বোরহান, বেশিরভাগ মানুষের কাছে একজন প্রযুক্তি ব্লগার হিসেবে পরিচিত। ইন্টারনেটে বাংলায় টেক কন্টেন্ট এর বিশেষ অভাব রয়েছে, তাছাড়া উইকিপিডিয়ার কন্টেন্ট বেশিরভাগ মানুষের মাথার উপর দিয়েই যায়। ২০১৪ সালে প্রযুক্তি সহজ ভাষায় প্রকাশিত করার লক্ষ্য রেখেই ওয়্যারবিডি (পূর্বের নাম টেকহাবস) ব্লগের জন্ম হয়! আর এই পর্যন্ত কয়েক হাজার বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক আর্টিকেল প্রকাশিত করে বাঙ্গালীদের টেক লাইফ আরো সহজ করার ঠেকা নিয়ে রেখেছি! সারাদিন প্রচুর পরিমাণে গান শুনি আর ইউটিউবে র‍্যান্ডম ভিডিও দেখি। ওয়ার্ডপ্রেস, ক্লাউড কম্পিউটিং, ভিডিও প্রোডাকশন, এবং ইউআই/ইউএক্স ডিজাইনের উপরে বিশেষ পারদর্শিতা রয়েছে। নিজের গল্প, মানুষের গল্প, আর এলোমেলো টপিক নিয়ে ব্যাক্তিগত ব্লগে লিখি। খাওয়া আর ঘুম আমার আরেক প্যাশন!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post
ডুয়াল বুট | এক কম্পিউটারে একাধিক অপারেটিং সিস্টেম?

ডুয়াল বুট | এক কম্পিউটারে একাধিক অপারেটিং সিস্টেম?

  • যোগাযোগ
  • নিরাপত্তা ও গোপনীয়তা
  • আমাদের জন্য লিখুন
© 2015-2021 WiREBD Made With ❤️
No Result
View All Result
  • টেক নিউজ
  • মোবাইল ও পিসি
    • অ্যান্ড্রয়েড
    • উইন্ডোজ
    • লিনাক্স
    • ইন্টারনেট
    • সাইবার সিকিউরিটি
    • নেটওয়ার্কিং
    • হার্ডওয়্যার
    • প্রোগ্রামিং
  • সিরিজ
    • কুইক টেক
    • এথিক্যাল হ্যাকিং
    • ৫ টি বেস্ট
    • ওয়ার্ডপ্রেস
    • ক্লাউড কম্পিউটিং
  • রিভিউ
    • ওয়েব হোস্টিং
    • সফটওয়্যার ও অ্যাপস
    • অনলাইন সার্ভিস
  • আরো
    • প্রযুক্তি ব্যাখ্যা
    • কিভাবে
    • টিউটোরিয়াল
    • বিজ্ঞান