ইনস্টাগ্রাম একটি ফটো ও ভিডিও শেয়ারিং মিডিয়া যা আস্তে আস্তে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। বিশেষ করে পশ্চিমা বিশ্বে এটি বেশ জনপ্রিয় একটি সোশ্যাল প্ল্যাটফর্ম। তবে অন্যান্য সব সোশ্যাল প্ল্যাটফর্ম গুলোর তুলনায় ইনস্টাগ্রামে এখনো বেশ কিছু সীমাবদ্ধতা রয়েছে, বিশেষ করে এটির ওয়েব ভার্সনে। ইনস্টাগ্রামকে প্রথম অবস্থায় শুধু মোবাইল ইউজারদের জন্য তৈরি করা হয়েছিল, যার বেশ কয়েক বছর পরে ওয়েব অ্যাপ হিসেবেও ব্যবহারকারীদের জন্য অ্যাভেলেবল করা হয়। এখানে প্রধান সমস্যাটা হলো, ইনস্টাগ্রামের ওয়েব ভার্সনটি ব্যবহার করে একজন ইউজার শুধু সোশ্যাল প্ল্যাটফর্মটি ব্রাউজিং করতে পারে কিন্তু কোন প্রকার ফটো ও ভিডিও আপলোড করতে পারেনা, যার ফলে অতীতে প্রোফেশনাল ফোটোগ্রাফারদের হাই রেজুলেশনের ফোটো গুলো আপলোড দিতে বেশ ঝামেলার সম্মুখীন হতে হতো।
তবে সম্প্রতি এক ফাঁস হওয়া তথ্যে জানা গেছে যে, খুব তাড়াতাড়ি ইনস্টাগ্রামের ওয়েব ভার্সনটিতেও ফটো ও ভিডিও আপলোড ফিচারটি আসতে চলেছে। লিকস্টার আলেসান্দ্রো পলুজি দাবি করেছেন যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটি নতুন ফিচারটি নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছে। তবে কবে নাগাদ ফিচারটি লঞ্চ করা হতে পারে তা জানা যায়নি। ফেসবুকের মুখপাত্র ক্রিস্টিন পাই বলেছেন, “আমরা জানি যে অনেক মানুষই তাদের কম্পিউটার থেকে ইনস্টাগ্রাম অ্যাক্সেস করে। সেই অভিজ্ঞতার উন্নতি করতে, আমরা এখন তাদের ডেস্কটপ ব্রাউজারে ইনস্টাগ্রামের একটি ফিড পোস্ট তৈরিতে কাজ করছি।” ফেসবুক নিশ্চিত করেছে যে নতুন ফিচারটি নিয়ে বর্তমানে ব্লুমবার্গের মাধ্যমে কাজ করা হচ্ছে, যা সরাসরি একটি আপলোড আইকনের মাধ্যমে ওয়েবে যুক্ত করা হবে। জানা গেছে, সংস্থাটি ভারত, ব্রাজিল, জার্মানি এবং অস্ট্রেলিয়ার মতো কিছু নির্বাচিত দেশগুলিতে ফিচারটি নিয়ে পরীক্ষা করা শুরু করেছে।
No Comment! Be the first one.