প্রতিদিনের কাজে নগদ মোবাইল ব্যাংকিং একাউন্ট ব্যবহার করার জন্য নগদ একাউন্ট দেখার নিয়ম জানা দরকার। নগদ একাউন্ট তৈরির পর নগদ একাউন্ট দেখার নিয়ম বা নগদ উপবৃত্তির টাকা দেখার নিয়ম সম্পর্কে জেনে নিলে আপনার জন্য নগদ ব্যবহার করা অনেক সহজ হয়ে যাবে।
এই আর্টিকেলে আমি নগদ একাউন্ট দেখার কোড ও অ্যাপ ব্যবহার করে নগদের ব্যালেন্স চেক, টাকা পাঠানো, মোবাইল রিচার্জ করা থেকে শুরু করে নগদের বিভিন্ন সুবিধা কিভাবে ব্যবহার করবেন তা নিয়ে আলোচনা করবো।
নগদ একাউন্ট দেখার নিয়ম
নগদ একাউন্ট দেখার নিয়ম বলতে সাধারানত একাউন্টের ব্যালেন্স চেক করার পাশাপাশি নগদের অন্যান্য সার্ভিস চেক করাকে বুঝায়। নগদ একাউন্ট দেখার নিয়ম ২টি-
- USSD কোড অর্থাৎ নগদ একাউন্ট দেখার কোড *167# ডায়াল করে।
- নগদ অ্যাপ ব্যবহার করে নগদ একাউন্ট দেখার পদ্ধতি।
চলুন তাহলে নগদ একাউন্ট দেখার বিস্তারিত নিয়ম সম্পর্কে জেনে নেওয়া যাক!
নগদ কোড নাম্বার *167# ডায়াল করে নগদ একাউন্ট দেখার নিয়ম
বাংলাদেশের সকল নগদ ব্যবহারকারীর নিশ্চয়ই স্মার্টফোন নেই। এছাড়া নগদ অ্যাপ ব্যবহার করার জন্য ইন্টারনেট কানেকশান প্রয়োজন হয়। সেক্ষেত্রে ডাটা ব্যালেন্স না থাকলে নগদ একাউন্ট দেখার নিয়ম কোড *167# ডায়াল করে নগদ একাউন্ট ব্যালেন্স দেখা থেকে শুরু করে নগদের সকল সার্ভিস নিতে পারবেন, এজন্য-
নগদের USSD কোড *167# ডায়াল করুন। ডায়াল করার পর নগদের সকল সার্ভিসের একটি লিস্ট আসবে, যেখানে ৮টি অপশন থাকবে।
লিস্টে আপনি ক্যাশ আউট, সেন্ড মানি, মোবাইল রিচার্জ, পেমেন্ট, বিল পে, EMI পেমেন্ট, মাই নগদ ও পিন রিসেট করার অপশন পেয়ে যাবেন। চলুন প্রথমে এই অপশনগুলোর কাজ দেখে নেওয়া যাক-
- Cash Out – নগদ একাউন্টে থাকা টাকা উঠানোর অপশন।
- Send Money – এক নগদ একাউন্ট থেকে অন্য নগদ একাউন্টে টাকা পাঠানোর অপশন।
- Mobile Recharge – যেকোনো মোবাইল নাম্বারে রিচার্জ করতে পারবেন।
- Payment – বিভিন্ন কেনাকাটায় অনলাইন পেমেন্ট করতে পারবেন।
- Bill Pay – এই অপশন ব্যবহার করে বিদ্যুৎ, গ্যাস, পানি, ইন্টারনেট ইত্যাদি ইউটিলিটি বিল পরিশোধ করা যায়।
- EMI Payment – অপশন ব্যবহার করে EMI দিতে পারবেন।
- My Nagad – এখান থেকে আপনার নগদ একাউন্টের ব্যালেন্স দেখতে পারবেন।
- Pin Reset – আপনার একাউন্টের পিন পরিবর্তন করতে এই অপশন সিলেক্ট করতে হবে।
আশা করি অপশনের কি কাজ সে সম্পর্কে ধারণা পেয়েছেন। তাহলে চলুন বেশি ব্যবহার হয় এইরকম কিছু অপশন কিভাবে ব্যবহার করবেন তা দেখে নেওয়া যাক-
নগদ একাউন্ট থেকে ক্যাশ আউট করার নিয়ম
- নগদ কোড নাম্বার *167# ডায়াল করুন এবং 1 চেপে ‘Cash Out’ অপশনে যান
- উদ্যোক্তা একাউন্ট নাম্বার টাইপ করুন
- ক্যাশ আউটের পরিমাণ টাইপ করুন
- নগদের পিন নাম্বার দিন
- ক্যাশ আউট সাকসেসফুল এসএমএস পাবেন
নগদ একাউন্ট থেকে সেন্ড মানি করার নিয়ম
- নগদ কোড নাম্বার *167# ডায়াল করুন এবং 2 চেপে ‘Send Money’ অপশনে যান
- যে নাম্বারে টাকা পাঠাবেন, সে নাম্বারটি দিন
- সেন্ড মানির পরিমাণ লিখুন
- রেফারেন্স দিন, যেমন- নাম/ডিজিট
- নগদের পিন নাম্বার দিন
- সেন্ড মানি সাকসেসফুল এসএমএস পাবেন
নগদ একাউন্ট ব্যালেন্স চেক করার নিয়ম
- ডায়াল প্যাড থেকে নগদ কোড নাম্বার *167# ডায়াল করুন।
- My Nagad অপশনের জন্য 7 লিখে Send করুন।
- নতুন অপশন আসার পর Balance Enquiry এর জন্য 1 লিখে Send বাটনে ক্লিক করুন।
- এরপরে আপনার ৪ ডিজিটের পিন নাম্বারটি দিলেই আপনি নগদ একাউন্ট ব্যালেন্স দেখতে পাবেন।
অ্যাপ থেকে নগদ একাউন্ট দেখার নিয়ম
যদি আপনার কাছে স্মার্টফোন এবং ইন্টারনেট অ্যাক্সেস থাকে তাহলে অ্যাপ থেকে নগদ একাউন্ট দেখার নিয়ম খুবই সহজ। চলুন বেশি ব্যবহার হয় এইরকম কিছু সার্ভিস অ্যাপ থেকে কিভাবে ব্যবহার দেখে নেই-
অ্যাপ থেকে নগদ একাউন্ট ব্যালেন্স দেখার নিয়ম
- নগদ অ্যাপ ওপেন করুন
- “ব্যালেন্স জানতে ট্যাপ করুন” লেখার উপরে ক্লিক করুন, তাহলে আপনার একাউন্ট ব্যালেন্স দেখতে পাবেন।
নগদ একাউন্ট থেকে ক্যাশ আউট করার নিয়ম
- নগদ অ্যাপ থেকে ‘Cash Out’ সিলেক্ট করুন
- উদ্যোক্তা নাম্বার টাইপ করুন বা কিউআর কোড স্ক্যান করুন
- ক্যাশ আউটের পরিমাণ টাইপ করুন
- পিন দিয়ে নেক্সট চাপুন
- ট্যাপ করে ধরে রেখে কনফার্ম করুন
- কনফার্মেশন নোটিফিকেশন পাবেন।
নগদ একাউন্ট থেকে সেন্ড মানি করার নিয়ম
নগদ অ্যাপ দিয়ে সেন্ড মানি করলে আপনি প্রতি মাসে ৫টি ফ্রি সেন্ড মানি করতে পারবেন।
- নগদ মোবাইল মেন্যু ওপেন করুন
- যাকে টাকা পাঠাতে চান তার নম্বর ও টাকার পরিমাণ লিখুন
- এক শব্দের একটি রেফারেন্স দিন
- লেনদেন সম্পন্ন করতে আপনার নগদ পিন প্রদান করুন
- ট্যাপ করে ধরে রেখে কনফার্ম করুন।
নগদ একাউন্ট থেকে মোবাইল রিচার্জ করার নিয়ম
- নগদ অ্যাপ থেকে মোবাইল রিচার্জ সিলেক্ট করুন
- মোবাইল নাম্বার টাইপ করুন
- রিচার্জের পরিমাণ টাইপ করুন
- রিচার্জের টাইপ সিলেক্ট করে পিন দিয়ে নেক্সট চাপুন
- ট্যাপ করে ধরে রেখে কনফার্ম করুন
- কনফার্মেশন নোটিফিকেশন পাবেন।
নগদের অন্যান্য সার্ভিস সম্পর্কে জানার জন্য ভিজিট করুন – https://nagad.com.bd/
নগদ উপবৃত্তির টাকা দেখার নিয়ম
নগদ একাউন্টে উপবৃত্তির টাকা যোগ হলে তা লেনদেন বিবরণীতে Disbursement Received (Govt) হিসেবে শো করবে। আপনি দুইভাবে নগদ একাউন্টের লেনদেনের স্টেটমেন্ট চেক করতে পারবেন-
নগদ কোড নাম্বার *167# ডায়াল করে নগদ উপবৃত্তির টাকা দেখার নিয়ম
মোবাইলের ডায়াল প্যাড থেকে নগদ কোড নাম্বার ডায়াল করে লেনদেনের বিবরণী বা স্টেটমেন্ট চেক করতে হবে। নগদের লেনদেনের স্টেটমেন্ট চেক করার জন্য-
- আপনার মোবাইলের ডায়াল প্যাড থেকে নগদ কোড নাম্বার *167# ডায়াল করুন।
- নগদের স্টেটমেন্টগুলো থেকে My Nagad অপশনের জন্য 7 লিখে Send করুন।
- এরপরে Mini Statement সিলেক্ট করার জন্য 2 লিখে Send করুন।
- এবার আপনার নগদ একাউন্টের PIN নম্বরটি দিলে লেনদেনের স্টেটমেন্ট দেখতে পাবেন। স্টেটমেন্টের ভেতরে যদি Disbursement Received (Govt) থেকে কোন পেমেন্ট আসে তাহলে বুঝবেন আপনি উপবৃত্তির টাকা পেয়েছন। স্টেটমেন্টের পরের পেইজে যেতে * টাইপ করে Send করুন।
অ্যাপ থেকে নগদ উপবৃত্তির টাকা দেখার নিয়ম
অ্যাপ থেকে নগদ একাউন্ট দেখার নিয়ম বা নগদ উপবৃত্তির টাকা দেখার নিয়ম খুব সহজে দেখতে পারবেন। আপনি ইচ্ছা করলে আপনার নগদ অ্যাপ থেকেও উপবৃত্তির টাকা পেয়েছেন কি না তা দেখতে পারবেন। এজন্য-
- নগদ অ্যাপ ওপেন করে লেনদেন অপশনে ক্লিক করুন।
- লেনদেনে ক্লিক করার পরে আপনি চলতি মাসের সবগুলো লেনদেন দেখতে পাবেন। এর ভিতরে যদি Disbursement Received (Govt) থেকে কোন ক্যাশ ইন দেখতে পান তাহলে বুঝবেন আপনি উপবৃত্তির টাকা পেয়েছেন।
আশা করি নগদ উপবৃত্তির টাকা দেখার নিয়ম বুঝতে পেরেছেন। অ্যাপ বা কোড ডায়াল করে সহজেই নগদ উপবৃত্তির টাকা দেখার নিয়ম অনুসরণ করে টাকা পেয়েছেন কি না তা চেক করতে পারবেন।
শেষ কথা
এই আর্টিকেলে আমি নগদ একাউন্ট দেখার নিয়ম ও নগদ উপবৃত্তির টাকা দেখার নিয়ম নিয়ে আলোচনা করেছি। যদি কোন প্রশ্ন বা সমস্যা থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন।
Leave a Comment