শীতকালে ঠাণ্ডা থেকে বাঁচার জন্য অনেকেই গোসলের পানি গিজার দিয়ে গরম করে থাকেন। আগের দিনে মানুষ একটি পাতিলে পানি দিয়ে সেই পাতিল গ্যাসের চুলায় কিংবা মাটির চুলায় দিয়ে পানি গরম করতো। কিন্তু বর্তমানে গিজার আসার ফলে পানি গরমের কাজ অনেক সহজ হয়ে গেছে।
শীতকাল অনেকের কাছে প্রিয় ঋতু হলেও এই শীতকালই আবার অনেকের কাছে একটি আতঙ্কের নাম, বিশেষ করে যখন গোসল করার প্রসঙ্গ আসে। অনেকেই আছেন যারা ঠান্ডা পানির ভয়ে গোসল করেন না। তাই তাদের এই সব সমস্যার সমাধান হচ্ছে একটাই আর তা হলো ইলেকট্রিক গিজার।
গিজার কি?
গিজার শব্দটি এসেছে মূলত ইংরেজি শব্দ Geyser থেকে। যার বাংলা প্রতিশব্দ হচ্ছে উষ্ণপ্রস্রবণ পানি যেটা থেকে মাঝে মাঝে জল বা বাষ্প স্তম্ভে উঠে আসে তাই গিজার।
সহজ ভাষায় বলতে গেলে, গিজার হচ্ছে পানি গরম করার একটি যন্ত্র। যার ভিতর দিয়ে পানিও প্রবাহিত হতে পারে। এটি সাধারণত গোসলখানা বা বাথরুম এ লাগানো থাকে। এটি বিদ্যুৎ ও পানির লাইনের সাথে সংযুক্ত করা থাকে। ফলে সুইচে টিপ দিলেই পানি গরম হয়ে থাকে এবং ওই গরম পানি গোসল করার জন্য ব্যবহার করা হয়।
গিজারের ব্যবহার জানুন
আজকাল প্রায় বাসাতেই পানি গরম করার জন্য বিভিন্ন ধরনের ইলেকট্রিক গিজার ব্যবহার করা হয়ে থাকে। বিশেষ করে পরিবারের যারা শিশু ও বৃদ্ধ রয়েছেন তাদের নিয়মিত গোসলের জন্য এটির ব্যবহার বিশেষ প্রয়োজন। কিন্তু আমরা অনেকেই এই গিজার কীভাবে ব্যবহার করতে হয় তা সম্পর্কে জানি না। তাই আমরা আজকের এই আর্টিকেলে আপনাদের জানাবো গিজার ব্যবহার করার কিছু টিপস সম্পর্কে। যারা শীতকালে নিয়মিত গিজার ব্যবহার করে থাকেন, তারা আমাদের এই টিপসগুলোকে ফলো করতে পারেন-
- এমন অনেকেই আছেন যারা পানি গরম হয়ে গেলেও গিজার চালু করে রাখেন। এতে করে আপনার বিদ্যুতের খরচ বেড়ে যায়। কিন্তু পানি গরম হয়ে গেলে গিজার বন্ধ করে রাখুন। এতে করে আপনার গিজারটি যেমন ভালো থাকবে তেমনি বিদ্যুতও সাশ্রয় হবে।
- নতুন গিজার ইনস্টলেশন করার সময় বৈদ্যুতিক সংযোগ সঠিক ভাবে গিজারের পাইপের সাথে স্থাপিত হয়েছে কিনা তা ভালো করে যাচাই করে নিন।
- খেয়াল রাখতে হবে, পানি গরম হয়ে যাওয়ার পর গিজারটি অটোমেটিক অফ হচ্ছে কিনা।
- পুরনো গিজার কিনার সময় গিজারে যদি কোনো ত্রুটি থাকে তাহলে গিজারটিকে আজই মেকানিক দিয়ে ঠিক করে নিন। অথবা যদি কোনো ওয়্যারেন্টি থাকে তাহলে কোম্পানির সাথে দ্রুত যোগাযোগ করে তা সাড়ানোর ব্যবস্থা করুন।
- গিজার একটি ইলেক্ট্রিক্যাল অ্যাপ্লায়েন্স। তাই এটি কেনার সময় আপনার গিজারে প্রয়োজনীয় সেফটি ফিচার আছে কি না তা বিক্রেতার কাছ থেকে ভালো করে জেনে নিন।
গিজার কেন কিনবেন?
এমন অনেকেই আছেন যারা শীতকালে ঠান্ডা পানিতে গোসল করতে ভয় পান। তাই তারা পানি গরম করে গোসল করে থাকেন। এই পানি গরম করা আবার অনেকের জন্য ঝামেলার কারণ হয়ে দাঁড়াই। কেউ যখন তাড়াহুড়ো করে বাহিরে কোনো কাজের জন্য বের হয় তখন অনেকের আবার পানি গরম করার মতো সময়ও থাকে না। তাই তাদের জন্য এই সব সমস্যার সমাধান হচ্ছে একটাই- ইলেকট্রিক গিজার।
- গিজারের দ্বারা ঝটপট পানি গরম পাওয়া যায়। আর যদি সেটা হয় শীতকালে তাহলে তো কোনো কথায় নেই।
- গ্যাসের চুলায় পানি গরম করলে যে পরিমাণ গ্যাস খরচ হয় এটি তার তুলনায় অনেক সাশ্রয়ী।
- গিজার ঝামেলাবিহীন ও নিরাপদ।
- গ্যাসের চুলায় পানি গরম করতে যে সময় লাগে এটি তার তুলনায় অধিক সময় সাশ্রয়ী।
- গিজার
- সহজে ইনস্টল করা যায়।
- এটি দীর্ঘস্থায়ী।
- এর থেকে কোনো কার্বন মনোক্সাইড নিঃস্বরণ হয় না, যার ফলে এটি পরিবেশবান্ধব।
গিজার ভালো রাখার টিপস
যেকোনো জিনিসিই যত্ন করে রাখলে তা অনেকদিন পর্যন্ত ভালো রাখা যায়। যত্ন করে রাখলে গিজারও ভালো থাকে। তাই গিজারেরও ঠিকমতো যত্নের প্রয়োজন। তাই গিজারকে ভালো রাখতে কয়েকটি টিপস আপনাদের মাথায় রাখা জরুরী।
- অনেকেই গিজার কিনে মাসের পর মাস ফেলে রাখে। এতে করে গিজারের ভেতরে আয়রনের একধরণের আস্তরণ পড়তে থাকে। যার ফলে গিজারটি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই সারাবছর অন্তত কিছুটা হলেও গিজার ব্যবহার করুন। যাতে করে এর ভেতরে আয়রন জমতে না পারে।
- নতুন গিজার লাগানোর সময় বৈদ্যুতিক সংযোগ ঠিকমতো পেয়েছে কিনা এবং পাইপের কানেকশনও ঠিকভাবে লাগানো হয়েছে কিনা সেটি ভালোকরে চেক করে নিন।
- আপনি যেই দেয়ালে গিজারটি লাগাবেন সেখানে দেয়াল এবং গিজারের মধ্যে কিছুটা ফাঁকা জায়গা রাখুন। এতে করে ভবিষ্যতে যদি আপনার গিজারটি নষ্ট হয়ে যায় তাহলে খুব সহজেই তা মেরামত করাতে পারবেন।
- কারেন্টের সুইচ দেয়ার পর পানি গরম হয়ে গিজারটি অটোমেটিক বন্ধ হচ্ছে কিনা সেদিকে খেয়াল রাখতে হবে।
- পানি গরম হয়ে যাওয়ার পর গিজারটি বন্ধ রাখুন। এতে করে আপনার যেমন বিদ্যুৎ সাশ্রয় হবে তেমনি গিজারটিও ভালো থাকবে দীর্ঘদিন।
- পানি গরম হয়ে গেলে সম্পূর্ণ পানি গিজার থেকে বের করে নিন। কারণ, গিজারের ভেতর পানি থাকলে আয়রন কমে যায়। ফলে গিজারটি নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে।
- শীতের শুরুতে গিজার ব্যবহার শুরু করার আগে এক্সপার্ট ডেকে একবার দেখিয়ে নিন সেন্সর ঠিক আছে কিনা।
- অনেকেই গিজার চালিয়ে তা বন্ধ করতে ভুলে যান। তাই এই ব্যপারে সতর্ক থাকতে হবে।
- গিজারে কোনও সমস্যা দেখা দিলে দ্রুত এক্সপার্ট ডেকে ঠিক করার ব্যবস্থা করুন।
বাংলাদেশে গিজারের দাম কেমন?
বাংলাদেশে বিভিন্ন মডেলের গিজার পাওয়া যায়। গিজারের দাম নির্ধারণ হয় সাধারণত লিটারভেদে। কোনো গিজারের লিটার কম হলে তার দামটাও কম, আবার লিটার বেশি হলে তার দামটাও বেশি। তাই আপানদের সুবিদার্থে বাংলাদেশের সেরা কয়েকটি গিজারের দাম নিচে দেওয়া হলোঃ
গিজারের মডেল, লিটারের পরিমাণ ও বাংলাদেশে এর দাম
Automatic Electric Water Geyser\-(67L) Price: 6,500 Taka
RFL Tropica Water Geyser-(67.5L) Price: 7,800 Taka
Toma TMG-15-CWH Water Geyser-(67.5L) Price: 8,000 Taka
Midea D80-20A6 Global Version Water Geyser-(80L) Price: 24,000 Taka
শীতকালে আপনার প্রিয় মানুষগুলোর জন্য গিজার হতে পারে আশীর্বাদের মতো। বিশেষ করে শিশু ও বয়স্কদের জন্য গিজার খুবই প্রয়োজনীয় একটা যন্ত্র। তাই আর দেরি না করে আজই আপনার পছন্দ অনুযায়ী একটি গিজার ক্রয় করে ফেলুন।
গিজারের আরও দাম সম্পর্কে জানুনঃ- bdstall.com
Leave a Comment